বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে নাইব উদ্দিন আহমেদ এর একক আলোকচিত্র প্রদর্শনী। ‌’আমার বাংলা’ শিরোনামে দেশের বিভিন্ন অঞ্চলের বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের গ্রাম বাংলার শাশ্বত রুপ ফুটে উঠেছে। ১৯৭১ সালে লাঞ্ছিত অত্যাচারিতের ছবি যেমন স্থান পেয়েছে তেমনি স্থান পেয়েছে লাঙল কাধে নিয়ে কৃষকের মাঠে যাওয়ার দৃশ্য, গাছে উঠে গাঝের ডাল কাটার দৃশ্যসহ অসংখ্য দৃশ্য । আলোকচিত্র শিল্পী নাইব উদ্দিন আহমেদ এসব দূর্লভ আলোকচিত্র ক্যামেরা বন্দী করে প্রদর্শনীর ব্যবস্থা করেছে।

‘আমার বাংলা’ আলোকচিত্র অ্যালবামটি তাঁর বিপুল শিল্পকর্মে থেকে নির্বাচিত আলোকচিত্রগুচ্ছ। ‘আমার বাংলা’ শিল্পীর দেখা বাংলাদেশ, ‘আমার বাংলা’ শিল্পীর ভাবনার বাংলাদেশ। প্রদর্শনীটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।