বাংলা কালচার ডট কম :
সরকার ১৫ জন বিশিষ্ট ব্যাক্তিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে পদক ২০১০ ঘোষণা করেছে।
এবার সাহিত্যে পদক পেলেন কবি মোহাম্মদ রফিক,সাইদ আহমেদ, হেলেনা খান, গবেষণায় মুনতাসীর মামুন, সমাজকর্মে এ এইচ কে সাদেক মরনোত্তর, ভাষা সংগ্রামে গোলাম মাওলা, নাট্যকলায় নাসির উদ্দীন
ইউসুফ, সুরে আহমেদ ইমতিয়াজ বুলবুল, নৃত্যে বেগম লায়লা হাসান, ফটোসাংবাদিক মো: আলম, চিত্রশিল্পে ইমদাদ হোসেন, এ কে এম আবদুর রউফ মরণোত্তর, মূকাভিনয়ে পার্থ প্রতিম মজুমদার, সামাজিকতায় বোধিপাল মহাথেরু।
পদকপ্রাপ্তরা প্রত্যেকে এককালিন এক লাখ টাকা, একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র পাবেন।