Ref: voa News

বিন লাদেনের সঙ্গে সম্পৃক্ততার কথা পাকিস্তান অস্বীকার করেছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী এই দাবি নাকচ করে দিয়েছেন যে , যুক্তরাষ্টের সামরিক অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ায় যে তাঁর দেশ আল ক্বায়দা নেতাকে পাকিস্তানে তার গোপন আস্তনায় থাকার ব্যাপারে হয় সাহায্য করেছে , নয়ত এ ব্যাপারে অযোগ্যতার প্রমাণ রেখেছে।

পাকিস্তান: বিন লাদেনের বিষয়ে গোয়েন্দা সূত্রের ব্যর্থতার দোষে বিশ্বও ভাগী

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন তার দেশ ওসামা বিন লাদেনকে যে ধরতে পারেনি তার জন্য বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলি সেই দোষের ভাগী। ওদিকে যে শহরে বিশাল সামরিক উপস্থিতি রয়েছে সেখানে আল কায়দা নেতা কিভাবে বসবাস করেছেন তার ব্যাখ্যা দেওয়ার জন্য পাকিস্তান প্রচন্ড চাপের সম্মুখীন।