নেটো লিবিয়ার বিদ্রোহীদের সমালোচনা নাকচ করে দিয়েছে।
লিবিয়ার নেতা মুয়াম্মর গাদ্দাফির সামরিক বাহিনীর উপর মিত্র জোটের বিমান হামলা গতি সম্পর্কে লিবিয়ার বিদ্রোহীরা যে সমালোচনা করেছে নেটো তা বাতিল করে দিয়েছে। ওদিকে গাদ্দাফি পন্থী বাহিনী পশ্চিমাঞ্চলের মিসরাটা শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রচন্ড হামলা চালায় এবং বিদ্রোহীদের পুর্বাঞ্চলের তেল সমৃদ্ধ শহরগুলো থেকে তাদের পিছু হঠিয়ে দেয়।