বাংলাকালচার ডট কম (ঢাকা, ১২ আগষ্ট ২০০৯): দীর্ঘ বারো বছর পরে আবার থিয়েটার আর্ট প্রযোজিত সাড়া জাগানো নাটক ’কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হলো ১২ আগস্ট বুধবার শিল্পকলা একাডেমীর এক্সমেরিমেন্টাল হলে। এস এম সোলায়মান রূপান্তরিত ও নির্দেশিত এই নাটকটি একদা বেশ সাড়া জাগিয়েছিলো থিয়েটার অঙ্গণে। নাটকটির পূণ:মঞ্চায়নের সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ বারী।
পৃথিবীর ইতিহাস মানুষের সভ্যতার ইতিহাস। আর সভ্যতার ইতিহাস সত্য আবিস্কারের ইতিহাস। সত্য মিথ্যার দ্বন্দ্ব থেকেই সত্যের স্ফুলিঙ্গ নির্মাণ করেছে সভ্যতা। সেই অবিনাশী সত্য এতো লঘু নয়। যা সহজেই চোখ দিয়ে দেখে বোঝা যায়। চোখে দেখা সত্যের আড়ালেও থাকতে পারে আরেক সত্য। তাই সত্য কি, তা প্রায়শই র্নিয় করে ভবিষ্যত। সে মহান সত্য কখনো কখনো হয়ে ওঠে মানুষের প্রাণের চেয়েও মূল্যবান বস্তু, যা মানবাত্মার মুক্তির জন্য অনিবার্য প্রয়োজন। আত্মার মুক্তি যদি কল্যাণে সাধনা হয়, সুন্দরের আরাধ্য হয়, ন্যায়ের প্রতিষ্ঠা হয়, তবে নিশ্চিত সত্যের সন্ধানেই আত্মার মুক্তি। এই নাটকে তাই সামাজিক শ্যেণীর দ্বন্দ্ব, রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই, সামন্ত প্রবৃত্তির উতপীড়ন অথবা চিন্তার স্তরে সামন্ত চিন্তদা নৈরাজ্যের চেয়েও সত্য আবিবিষ্কারের সংগ্রাম হয়ে উঠেছে নাট্য চিন্তার মূল প্রতিপাদ্য।
এমনি কাহিনীর বিন্যাস নাটকটি দর্শকদের আবারো এস এম সোলায়মানের নাট্য চিন্তার কথা মনে করিয়ে দিয়েছে নি:সন্দেহে।
বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ বারী, তারিকুল ইসলাম, ফেরদৌস আমিন বিপ্লব, সেলিম মাহবুব, সাইফ সুমন, চন্দন রেজা, এজাজ, ফৌজিয়া করিম অনু, রিয়াজ হোসেন, কামরুজ্জামান, ওয়ালিদ ও প্রশান্ত। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান, পোশাক ও সঙ্গীত রীমা রফিক।
