বাংলা কালচার ডট কম : বাংলাদেশ ডকুমেন্টারি ফিল্ম মেকারস এসোসিয়েশন ও বাংলাদেশ শর্টফিল্ম ডিরক্টর এসোসিয়েশন যৌথভাবে আয়োজন করেছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য উতসব। উতসবে মোট ৬৮টি স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হবে। শনিবার শাহবাগস্থ কেন্দ্রিয় গণগ্রন্থাগারের সেমিনার হলে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য উতসবের উদ্বোধন করেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। অন্যাণ্যের মধ্যে উপস্থি ছিলেন পরিচালক দিলদার হোসেন, লায়ন মোতালেব শাহরিয়ার প্রমুখ। উদ্বোধনের প্রথম দিনে প্রদর্শিত হয় জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’।