বাংলা কালচার.কম (বিজয় কৃষ্ণ সরকার) :
শুরু হয়েছে শিল্পী সাইদুজ্জামানের একক চিত্র প্রদর্শণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে চলছে এ প্রদর্শণী। বিশিষ্ট ব্যাক্তিত্ব রবিউল হুসাইন এ প্রদর্শণীর উদ্বোধন করেন।

শিল্পী তাঁর ছবিগুলোতে মাধ্যম হিসাবে ব্যাবহার করেছেন লিথোগ্রাফ ও উড-কাট। সাইদুজ্জামান এর প্রদর্শণীতে স্থান পেয়েছে বেদে, বাউল, সাধু, মায়ের প্রতিমূর্তি, প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি  স্টিল লাইফ ছবি।

প্রদর্শণী চলবে ১৫ নভেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।