২৫শে মার্চ, ভয়াল কালরাত। ১৯৭১ সালে নিরস্ত্র বাঙ্গালীর ওপর     পাকিস্তানী  হানাদার  বাহিনীর  বর্বর হত্যাযজ্ঞের  দুঃসহ  স্মৃতিবহ রাত। এই রাতে পাকিস্তানী হানাদার বাহিনী  অপারেশন সার্চ লাইট নামের  ইতিহাসের  এক  বর্বরোচিত হত্যাযজ্ঞে  মেতে ওঠে।

১৯৭১ সালের এই দিনের শেষে রাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালায় রক্তপিপাসু হিংস্র পাকিস্তানি সেনাবাহিনী। তারা সেই রাতে হত্যা করেছিল ঢাকাসহ দেশের বিভিন্ন স’ানে নিরীহ, নিরস্ত্র মানুষদের। সেই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি ছাত্র, শিক্ষক, নারী, শিশু এমনকি  রিকশাচালকও।