রাজধানীর গ্যালারী কায়ায় ১৫ জন সমসাময়িক শিল্পীর দশদিনব্যাপী মুখোশ প্রদর্শনী শেষ হলো। বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্টৃদূত ফ্রাঙ্ক মাইক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ’ঢাকা কুরিয়ার’-এর সম্পাদক এনায়েতুল্লাহ খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাগজ, কাঁচ, ধাতব পাত, কাঠ, কাঁচতন্ডু, পিগমেন্ট, কাঠগুড়া দ্বারা তৈরী সর্বমোট ৯৪ টি মুখোশ প্রদর্শণীতে স্থান পেয়েছে। প্রদর্শণীতে অংশ নিয়েছিলেন সাইদুল হক, তরুণ ঘোষ, কাজী রাকীব, মাসুদা কাজী, স্বাধীন শাহরিয়ার, বিশ্বজিত পাল, রতন কুমার, মুনীর উদ্দিন, আবদুর রহিম, নাসরিন শাহরিয়ার, সন্দ্বীপ কুমার, কনক কুমার, নূরুল ইসলাম, খন্দকার নাসির আহমেদ এবং লাফিজা নাজমিন।