পোর্ট : মোতালেব শাহরিয়ার (বাংলাকালচার ডট কম)
২৬ মার্চ থেকে দেশ টিভি’র আনুষ্ঠানিক স¤প্রচার শুরু করতে যাচ্ছে।  ২৬ মার্চ উদ্বোধন প্রসঙ্গে দেশ টিভি’র ব্যাবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর বলেন, ‘২৬ মার্চ আমাদের জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন, তাই এই দিনটিকে বেছে নিয়েছি স¤প্রচার শুরু করার’।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের নেতৃত্বে আমরা এ দেশ স্বাধীন করেছি।  এই দিনে দেশ মুক্তির জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই শুরু করি। 
এমন একটি তাতপর্যপূর্ণ দিনে দেশ টিভি’র আনুষ্ঠানিক স¤প্রচার শুরুর পর স্যাটেলাইটের মাধ্যমে দর্শকরা নাটক, সিনেমাসহ দেশ বিদেশের খবর উপভোগ করতে পারবেন।