বাংলাকালচার প্রতিবেদন: নতুন এফএম রেডিও এবিসি আনুষ্ঠানিক সম্পচার শুরু করলো ৭ জানুয়ারী বুধবার থেকে। বেশকিছুদিন ধরে এই চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচার করে আসছিলো। ৮৯.২ এফএম -এ প্রচারিত এই চ্যাণেলটি ইতিমধ্যে প্রতিঘন্টার সংবাদসহ বিনোদনমূলক বিভিন্ন আয়োজন দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে।