বিএনএন২৪.কম :
মেগাস্টার অমিতাভ বচ্চন এই প্রথম বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সাক্ষাত্কার দিলেন। প্রায় দুই বছর ধরে নিরলস চেষ্টার ফলে এনটিভি এ অসাধ্য সাধন করতে পারলো। ইলেকট্রনিক মিডিয়া এনটিভির জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ।
নিজের ছবি ‘পা’ র প্রচারণার জন্য লন্ডনে গিয়ে কাজের ফাকে অমিতাভ বচ্চন এনটিভির লন্ডন স্টুডিওতে একটি সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারটি ধারণ করেছেন এনটিভির লন্ডন অফিসের কর্মকর্তা হাসান হাফিজুর রহমান আর সাক্ষাত্কারটি নিয়েছেন শেখ সাইয়া।
প্রায় ৩০ মিনিট সময়ব্যাপী সাক্ষাত্কারে তাঁর এবিসি করপোরেশন থেকে নির্মিত পা ছবির কথা ও নিজের অভিনয়জীবন নিয়ে কথা বলেন। তবে এর আগে তিনি এনটিভি এবং বাংলাদেশের নানা বিষয় সম্পর্কে জানতে চান।
এই সাক্ষাত্কার নিয়ে তৈরি হয়েছে ‘অ্যান এক্সক্লুসিভ মোমেন্ট উইথ অমিতাভ বচ্চন’। অনুষ্ঠানটি প্রচারিত হবে এনটিভিতে ঈদের দিন রাতে।
অভিনয় জগতের এই জীবন্ত কিংবদন্তি এনটিভির দর্শকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।