বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
শাহবাগস্থ পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উপলক্ষে চলছে বাইশে শ্রাবণ উদযাপন। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে এ আয়োজন। দেশের প্রথিতযশা শিল্পীরা হল ভর্তি দর্শকদের রবীন্দ্রনাথের গান গেয়ে মুগ্ধ করেন।
শিল্পী নন্দীনি ঘোষ ( ‘একদা নিদ্রাহীন রাতে’ ), নার্গিস চৌধুরী (মেঘের পরে মেঘ জমেছে), শাফিকুর রহমান (বরষণ মন্দ্রিত অন্ধকারে এসেছি ), লিলি ইসলাম (খেলা যখন ছিল তোমার সনে), সাজেদ আকবর (অশ্রুভরা বেদনায় দিকে দিকে যাকে)সহ অনেক শিল্পী কবি গুরুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন করে তাদের প্রাণের গানগুলো একে একে পরিবেশন করেন।