কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী মঙ্গলবার লেখকের লং আইল্যান্ডের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

হুমায়ূন তার চিকিৎসার সন্তোষজনক অগ্রগতি সম্পর্কে জানান অর্থমন্ত্রীকে। এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং ‘অন্য প্রকাশ’এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। মন্ত্রীর মাধ্যমে দেশবাসীর কাছে তার আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন হুমায়ূন আহমেদ।

বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন সেখানে ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান মেমোরিয়াল স্লোয়ান- কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।