বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট শহরের একটি বেসরকারি মেডিকেল কলেজের চারজন কাশ্মিরী শিক্ষার্থী গত ক’দিন নিখোঁজ থাকার পর রোববার তারা ক্যাম্পাসে ফিরে এসেছেন।
এই চারজনের মধ্যে দু জন সিলেটের একটি বেসরকারী মেডিকেল কলেজের শিক্ষক এবং অপর দু জন ঐ কলেজেরই শিক্ষার্থি। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর তরফ থেকে তাদের ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, কাশ্মিরী শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে। এই বিষয়টি স্পর্শকাতর, সে জন্যে এ নিয়ে কোন মন্তব্য করা যাবে না।
তবে সিলেটেরই আরেকটি বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসক রশিদ আহমদকে সাদা পোশাকের লোকজন বৃহস্পতিবার ধরে নিয়ে যাওয়ার পর শুক্রবার সকালে তিনি ফিরে আসেন। আটক করার পর দিল্লির সাম্প্রতিক বোমা হামলা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে তিনি একটি সংবাদপত্রকে জানান।
এদিকে, গতকাল পর্যন্ত চারজন কাশ্মিরী শিক্ষার্থী দৃশ্যত নিখোঁজ থাকলেও রোববার সকালে তাঁরা কলেজ ক্যাম্পাসে ফিরে আসেন।