ছোট গল্প/প্রবন্ধ News

সন্তোষগুপ্ত স্মরণে চারুকলায় শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা

বিজয় কৃষ্ণ সরকার (বাংলা কালচার রিপোর্ট): সন্তোষগুপ্ত স্মৃতি পরিষদ আয়োজন করেছে শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগীতা। শুক্রবার সকাল ১০টায় বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক সন্তোষগুপ্তের স্মৃতিচারণার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনষ্টিটিউটে এই চিত্রাংকন প্রতিযোগীতার শুরু হয় । শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগীতায় অংশগ্রহন করে। দুপুর ১২টায় চিত্রাংকন শেষ হয়।