জাতীয় নবান্ন উৎসব ১৪২২ উদ্যাপিত
পহেল অগ্রহায়ণ। জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ আয়োজন করেছে নবান্ন্ উৎসব ১৪২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দিনব্যাপী আয়োজন ছিলো নবান্ন উৎসবের। দুইপর্বের উৎসবের শুরু হয় সকাল ৭টা ১মিনিটে প্রিয়াংকা গোপের রাগসঙ্গীতের মাধ্যমে। উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। উদ্বোধনী নবান্ন কথনে অংশ নেন আহ্বায়ক শাহরিয়ার সালাম ও চেয়ারপার্সন লায়লা হাসান