লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনী মিসরাতায় প্রচণ্ড হামলা চালিয়েছে
লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী পশ্চিমে বিদ্রোহিদের ঘাঁটি মিসরাতায় প্রচণ্ড হামলা চালিয়েছে। ফলে শরণার্থীদের উদ্ধার করে নিয়ে আসার জন্যে যে মানবিক উদ্ধার জাহাজ সেখানে পাঠানো হয়েছিলো, সেটি বন্দরে ভিড়তেই পারেনি । পশ্চিমের পাহাড়ি এলাকায় বার্বার সম্প্রদায়ের জনপদগুলোর ওপর হামলা অভিযানও গাদ্দাফি বাহিনী এখন বিস্তৃত করেছে ।