আফগান নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব অর্পন শুরু
নেটো, আফগানিস্তানের মধ্যাঞ্চলের বামিয়ান প্রদেশের নিরাপত্তার দায়িত্ব আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তরিত করেছে। বামিয়ান হচ্ছে প্রথম সাতটি এলাকার মধ্যে একটি যেটি একেবারে প্রাথমিক পর্যায়ে নিজ দায়িত্ব গ্রহণ করেছে। এই রদবদল উপলক্ষে আজ বামিয়ানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ২০০১ সালের শেষে তালিবানের পতনের পর বামিয়ান প্রদেশে তেমন কোন লড়াই…