চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মুনীরের স্মরণে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আজ বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে দিনব্যাপী এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ধানমন্ডির রাসেল স্কোয়ারে মানববন্ধন ও গণসংগীত পরিবেশন করা হবে। দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে তারেক মাসুদের ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ প্রামাণ্যচিত্র দু’টি প্রদর্শিত হবে। সন্ধ্যা ছয়টায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে তারেক মাসুদের ‘নরসুন্দর’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্র দু’টি প্রদর্শন করা হবে।