বাংলাদেশে সূর্য ঘড়ি কোথায় কোথায় আছে আমার জানা নেই। তবে টাঙ্গাইলের সন্তোষের জমিদার বাড়ির সামনে ( বর্তমানে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়) একটি সুর্য ঘড়ি আছে। গত ২৯/০৫/০৯ তারিখে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি তে ভারতের জয়পুরের রাজ প্রাসাদে তৎকালিন রাজা কর্তৃক নির্মিত একটি সূর্যঘড়ির ফিচার দেখানো হয়েছিল। ফিটারটি দেখে বুঝতে পারলাম সূর্য ঘড়ি থেকে সেই সময়ের রাজা জমিদাররা সময় দেখে থাকতেন। এখানে উল্লেখ্য সূর্য ঘড়ি থেকে যে সময় পাওয়া যায় তা একেবারে পারফ্যাক্ট। তবে মোদ্যা কথা সন্তোষের সূর্য ঘড়িটি যদিও হয়ত বিখ্যাত নয় কিন্তু ইহা অবশ্যই ভিন্ন একটি ব্যাপার। যদি কেই নিজ চোখে দেখতে চান তবে চলে আসুন টাঙ্গাইল এর সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে। ঢাকা মহাখালি বাসস্ট্যান্ড থেকে নিরালা বাস যোগে টাঙ্গাইল অথবা ট্রেণে টাঙ্গাইল এসে রিক্সা বা সি এন জি করে সন্তোষ যাওয়া যাবে।