বাংলাকালচার প্রতিবেদন: চ্যানেল আই প্রচারিত মেরিয়িান ক্ষুদে গানরাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে চ্যানেল আইর এই আয়োজন বেশ প্রশংসা কৃড়িয়েছে। যদিও এধরণের প্রতিযোগিতা এখন একটা ‘কালচারে’ পরিণত হয়েছে। বেশ কয়েকটা টিভি চ্যানেল এই ধরণের প্রতিযোগিতার অনুষ্ঠান প্রচার করছে, যার মূল পরিকল্পনাটা এসেছে ভারতের টিভি চ্যানেলগুলোর কাছ থেকে।
তারপরও তুলনামূলকভাবে প্রথমবার এবং দ্বিতীয়বার ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো, এরপর চ্যানেল আই সেরাকন্ঠ কিছুটা জনপ্রিয় হয়েছিলো। বাদবাকী আয়োজনগুলো তেমন জনপ্রিয়তা অর্জন করতে না পারলেও অনুষ্ঠানগুলো মানুষ কিছুটা উপভোগ করেছে। তবে এবারের ক্ষুদে প্রতিযোগিদের ক্ষুদে গানরাজ বেশ জনপ্রিয়তা লাভ করেছে বলা যায়।