ন্যাটো আর্থিক খরচ সত্ত্বেও আফগানিস্তানকে প্রতিশ্রুতি
যুক্তরাষ্ট্র ও ন্যাটো ২০১৪ সালে সেখান থেকে তাদের যোদ্ধৃ সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। ন্যাটোর মহাসচিব এন্ডারস ফোগ রাসমুসেন বুধবার এক লিখিত বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেন যা্রা আফগান সরকাররে পতন চাইছে, তার ভাষায় তারা “আমাদের চলে যাওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে পারছে না।