প্রাথমিক সমাপনী পরীক্ষা: অংশ নিচ্ছে ২৬ লাখ শিক্ষার্থী
খুব ভোরে ঘুম থেকে উঠেই পড়ার টেবিলে। গভীর মনোযোগে দিনভর অধ্যয়ন। বিকেলে স্কুলে গিয়ে জেনে আসল পরীক্ষার আসন বিন্যাস। গুছিয়ে নিল প্রবেশপত্র, কলম, পেন্সিলসহ যা কিছু দরকার সব। পরীক্ষা কেন্দ্রে যাবে কাল। রাতে বসে শেষবারের মত চোখ রাখল বইয়ের পাতায়।‘বড় আপুকে দেখেছি এসএসসি পরীক্ষা দিতে। সেসময় তাকে নিয়ে বাসার সবার…