আজ থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
আজ ষষ্ঠীতে দশভুজাদেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। মাতৃরূপে আজ তিনি পূজাম-পে আগমন করবেন। ৬ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসব শেষ হবে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে তিনি মর্ত্যলোকে আসছেন বাপের বাড়ি বেড়াতে।