News

লিবিয়ার নতুন দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের ব্যাপক সাহায্যেরও প্রতিশ্রতি

লিবিয়ার নতুন নেতত্বের সামনে এখন অনেক কঠিন রাজনৈতিক দায়িত্ব অপেক্ষা করছে। রোববার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন এ কথা বলেন। একই সঙ্গে তিনি এ দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের ব্যাপক সাহায্যেরও প্রতিশ্র“তি দেন।

‘জোরপূর্বক বিবাহ’ রোধে কাজ করবে কমনওয়েলথ

নারীর ক্ষমতায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করলেন কমনওয়েলথ শীর্ষ নেতারা৷ ‘জোরপূর্বক বিবাহ’ রোধে তৎপরতা বাড়াবে এই গোষ্ঠী৷ পার্থে তিনদিনের সম্মেলনের সমাপনী দিনে একথা জানান রাষ্ট্রপ্রধানরা৷

রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে ৭৫ শতাংশ মজুরী বৃদ্ধির প্রস্তাব

জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ৭৫ শতাংশ মজুরী বৃদ্ধির প্রস্তাব করেছে। এতে ন্যূনতম মজুরী ২ হাজার ৪৫০ টাকা থেকে ৪ হাজার ২৫০ টাকায় উন্নীত হবে।

পশ্চিমা হস্তক্ষেপ করলে দুনিয়াজোড়া ভূমিকম্প হবে: বাশার আল আসাদ

গত শনিবার বৃটেনের সানডে টেলিগ্রাফ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমা বিশ্বের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আন্তর্জাতিক হস্তক্ষেপ সিরিয়াকে আরেকটি আফগানিস্তানে পরিণত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিপুল ব্যবধানে প্রথম মেয়র নির্বাচিত হলেন আইভী

এক লাখ তিন হাজার ২৮৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। আইভী পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ৭৯৪ ভোট। শামীম ওসমান পেয়েছেন ৮০ হাজার ৫০৫ ভোট।

সমর্থকদের উল্লাস, শান্ত থাকার আহ্বান আইভীর

বিভিন্ন কেন্দ্র থেকে আসা প্রাথমিক ফলাফলের সংবাদে আইভির বাড়ির সামনে সমর্থকরা উল্লাস করছে। ভোট গণনার বেসরকারি ফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সেলিনা হায়াৎ আইভী। মেয়র নির্বাচনের ফলাফল পক্ষে এলেও সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সমন্বয়ক।

আজ প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

আজ বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ । সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এটাই প্রথম ভোট। সকাল ৮টায় শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এদিকে সেনাবাহিনী মোতায়েন না হলে র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মাঠে নেমেছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত বিশ্বের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আরও বেশী আর্থিক সহযোগিতার জন্য উন্নত বিশ্বের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন। তিনি আজ বিকেলে পার্থের স্টেট রিসেপশন সেন্টারে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের প্রতি বৈঠকের সমাপনী অধিবেশনে এ আহ্বান জানান।