News

লিবিয়ার বিদ্রোহীরা ত্রিপোলিতে মন্ত্রীসভা স্থান্তরিত করছে

লিবিয়ার বিদ্রোহী জাতীয় অন্তবর্তী পরিষদ বা এনটি সি বলছে যে তারা তাদের রাজনৈতিক নের্তৃত্বকে বেনগাজি থেকে রাজধানী ত্রিপোলিতে নিয়ে আসছে।

বিশ্বের শক্তিশালি রাষ্ট্রগুলি লিবিয়ায় পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে

বুধবার ফ্রান্সের দূত বলেন লিবিয়ার ইতিমধ্যে আটক করা সহায়-সম্পদ অবমুক্ত করার লক্ষে তাঁর দেশ মিত্রপক্ষের দেশগুলোর সঙ্গে মিলে জাতিসংঘের তরফের একটা প্রস্তাবের খসড়া প্রণয়ন করছে । জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ঐসব সহায়-সম্পদ আটক করা ছিলো ।

ত্রিপোলির কাছের সামরিক ঘাটিঁ এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

লিবিয়ার বিদ্রোহীরা ত্রিপোলীর সুরক্ষাকারী একটি সামরিক ঘাটি দখল করে নিয়েছে। বার্তা সংস্থার সংবাদদতারা বলছেন যে বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর পশ্চিমে ঐ ঘাঁটি থেকে অস্ত্র শস্ত্র ও সাজ সরঞ্জাম সরিয়ে নিচ্ছে।

পাকিস্তানের করাচিতে পাঁচ দিনে প্রায় ৮৭ জনের মৃত্যু।

পাকিস্তানের করাচিতে সহিংসতা বন্ধ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে আরও ৭ জন নিহত হয়।জাতিগত ও রাজনৈতিক দাঙ্গায় জর্জরিত বাণিজ্যিক এ শহরটিতে গত পাঁচ দিনে প্রায় ৮৭ জনের মৃত্যু হলো।

গুণী নির্মাতা তারেক মাসুদ।

ফরিদপুরের ভাঙ্গায় জন্ম তারেক মাসুদের। শৈশবের শিক্ষালয় ছিল মাদ্রাসা। পরে তিনি স্নাতকোত্তর ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি যুক্ত হন চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে।

দীপিকার শরীরের চিহ্ন নিয়ে মিডিয়ার অতি মাতামাতি

রনবীর কাপুরের নাম অনুসারে আরকে ট্যাটু আঁকিয়েছিলেন নিজের ঘাড়ে, তবে বিচ্ছেদের পরেও সেটা মুছে ফেলেননি দীপিকা। তবে শরীরের এই চিহ্ন নিয়ে মিডিয়ার অতি মাতামাতি দেখে ক্ষুব্ধ দীপিকা । এ নিয়ে বর্তমান প্রেমিক সিদ্ধার্থ মালিয়ার কোন অভিযোগ ছিলো না। তবে সম্প্রতি শোনা যাচ্ছে ট্যাটুটি তিনি মুছে ফেলবেন।

নব্বই দশকের লম্বা কামিজ আবার ফিরে আসছে

শর্ট কামিজের জায়গা এবার দখল করে নিয়েছে লম্বা কামিজ। ঈদকে সামনে রেখে নব্বই দশকের লম্বা কামিজ আবার ফিরে আসছে। ক্রেতারা স্বউচ্ছ্বাসে কিনছেন নিজের পছন্দের এ পোশাকটি।

গুণী নির্মাতা তারেক মাসুদ।

তারেক মাসুদের চলচ্চিত্রের শিক্ষক চলচ্চিত্রকার আলমগীর কবির ১৯৮৯ সালের ২০ জানুয়ারি নগরবাড়ী ফেরিঘাটে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে অকালে চলে গিয়েছিলেন। তারেক মাসুদকেও কেড়ে নিল সড়ক দুর্ঘটনা।

হরকাতুল জিহাদের ইয়াহিয়া গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের ইয়াহিয়া ওরফে বর্দ্দা তার দুই সহযোগীসহ গ্রেফতার হয়েছেন।গ্রেফতার হওয়া অন্য দু'জন হচ্ছেন মোহাম্মদ বাহাউদ্দিন ও ইয়ার মোহাম্মদ।বঙ্গবল্পুব্দ এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি তিনি