News

বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি: আল কায়দা

আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।

সিরিয়ার সৈন্যরা ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে

সিরিয়ার সৈন্যরা তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকায় ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে। এ দিকে বেশ কিছু সংখ্যক সিরীয়বাসী দেশের ক্রমবর্ধমান গোলযোগ এড়াতে সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে যাচ্ছে।

পপগুরু আজম খান আর নেই ৻

মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, ক্রিকেটার আজম খান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি রোববার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন৻

ম্লাদিচ ‘জঘন্য’ অভিযোগে দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান

সাবেক বসনীয় সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ হেগ শহরে জাতি সংঘের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো উপস্থিত হন কিন্তু তিনি দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে জঘন্য বলে আখ্যায়িত করেন।