বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি: আল কায়দা
আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।
Bangla Culture
আল কায়দা বলেছে তারা সন্ত্রাসী নেটওয়ার্ক এর প্রধান হিসেবে মিশরে জন্মগ্রহণকারী আইম্যান জাওয়াহিরি কে বেছে নিয়েছে। ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হবেন জাওয়াহিরি।
সিরিয়ার সৈন্যরা তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকায় ভিন্নমতাবলম্বীদের ওপর অভিযান বৃদ্ধি করেছে। এ দিকে বেশ কিছু সংখ্যক সিরীয়বাসী দেশের ক্রমবর্ধমান গোলযোগ এড়াতে সীমান্ত পেরিয়ে তুরস্কে চলে যাচ্ছে।
India's most famous artists, M.F. (Maqbool Fida) Husain has died at the Royal Brompton hospital in London after years of self-imposed exile. He was 95, was unwell for the past few weeks.
মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী, ক্রিকেটার আজম খান আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি রোববার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন৻
সাবেক বসনীয় সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ হেগ শহরে জাতি সংঘের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো উপস্থিত হন কিন্তু তিনি দোষী বা নির্দোষ সেই আবেদন জানাতে অস্বীকৃতি জানান এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে জঘন্য বলে আখ্যায়িত করেন।