জাপানে পারমানবিক বিদ্যুত্ স্থাপনায় বিস্ফোরণের কারণে ভুমিকম্প ও সুনামির উদ্ধার কাজ দুরুহ হয়ে পড়েছে
জাপানে পারমানবিক বিদ্যুত্ স্থাপনায় এক বিস্ফোরণের কারণে, এর আগে ঘটে যিওয়া প্রচন্ড ভুমিকম্প ও সুনামির উদ্ধার কাজ আরও দুরুহ হয়ে পড়েছে। সে দেশের উত্তর পুর্বাঞ্চলের ব্যাপক এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।