সোনারগাঁও হোটেলে ‘ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কী-এবার তোমরা গাও’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) : ৬ আক্টোবর সকাল ১১ টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো 'ব্ল্যাক হর্স আরটিভি গোল্ডেন কী-এবার তোমরা গাও' এর উদ্বোধনী অনুষ্ঠান। আরটিভি ও গ্লোব সফট ড্রিংকস লিমিটেড যৌথ উদ্যোগে এ সঙ্গীত প্রতিযোগিতার বর্ণাঢ্য আয়োজন করে।