News

২৫শে মার্চ, ভয়াল কালরাত

২৫শে মার্চ, ভয়াল কালরাত। ১৯৭১ সালে নিরস্ত্র বাঙ্গালীর ওপর পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দুঃসহ স্মৃতিবহ রাত। এই রাতে পাকিস্তানী হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট নামের ইতিহাসের এক বর্বরোচিত হত্যাযজ্ঞে মেতে ওঠে।

বাংলাদেশ ৬ উইকেটে হারালো নেদারল্যান্ডসকে

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জিইয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালের আশা। এ জয়ের ফলে ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো বাংলাদেশ। পয়েন্ট সমান হলেও নিট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

ফুকুশিমার ভূমিকম্প বিপর্যস্ত এলাকার পরিস্থিতি অনিশ্চিত

জাপানের প্রধানমন্ত্রী বলছেন ফুকুশিমার ভূমিকম্প বিপর্যস্ত এলাকার পরিস্থিতি নিয়ে কিছুই এখন বলা যাচ্ছে না। ইতিমধ্যে ঐ অঞ্চলে এখন আবার প্লুটোনিয়ামের হদিশ মিলেছে। প্রধানমন্ত্রী নাওতো কান মঙ্গলবার সংসদে ঐ পারমানবিক স্থাপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছিলেন।

লিবিয়ার রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা

বিশ্বের বৃহৎ শক্তিবর্গের কূটনীতিকবৃন্দ লন্ডনে আলোচনায় বসেছেন এবং তাঁরা এখন মোয়াম্মার গাদ্দাফিহিন লিবিয়ার রাজনৈতিক ভবিষ্যত কি হতে পারে তা খতিয়ে দেখবার চেষ্টা করছেন।

পুর্বাঞ্চলের শহরগুলিতে লিবীয় বিদ্রোহীদের প্রাধান্য লাভ

দেশের পুর্বাঞ্চলে অবস্থিত লিবিয়ার বিদ্রোহীরা , পশ্চিমি বিমান অভিযানের সহায়তায় পূর্ভাঞ্চলের আরো দুটি শহর আবার দখল করে নিয়েছে এবং এর ফলে সরকারী সৈন্যরা দ্রুত পিছিয়ে পড়দে বাধ্য হয়েছে। বিদ্রোহীরা আরো পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে।

জাপানের পারমানবিক স্থাপনার কাছে সমুদ্রের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি

নষ্ট হয়ে যাওয়া ফুকুশিমা পারমানবিক স্থাপনার কাছের সমুদ্রে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়ায় জাপানী কর্মিরা ঐ পারমানবিক স্থাপনা থেকে জমা হওয়া পানি সরানো শুরু করেছেন। ঐ পানিতে উচ্চ মাত্রায় তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান গতকাল বলেন যে ঐ স্থাপনার অবস্থা খুবই খারাপ। নিজেদের জীবন বাজি রেখে ঐ স্থাপনা শীতল…