বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) : ৩ অক্টোবর শনিবার পূর্ণিমা তিথিতে বাঙালী হিন্দুদের ঘরে ঘরে পুজিত হচ্ছে ধন সম্পদ আর এশ্বর্যের দেবী লক্ষী। আজ হিন্দু রমনীরা সারাদিন উপবাস থেকে ফুল ফল নানা উপাচারে দেবী লক্ষীকে পুজা করছে। বেলা ১১টা ১৭মিনিটে ফূর্ণিমা শুরু হয়েছে আর শেষ হবে রবিবার বেলা ১১টা ৪৯ মিনিটে। এই সময়ের মধ্যে লক্ষীদেবীর পুজা অনুষ্ঠিত হবে।

ঢাকার তাঁতী বাজার, লক্ষী বাজার, শাখারী বাজার, শ্যামপুর, গেন্ডারিয়া, মহাখালী, মিরপুর, নাখালপাড়াসহ দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় লক্ষীপুজা অনুষ্ঠিত হচ্ছে। কেউ পুজা করছে ঘটে আবার কেউবা প্রতিমা তৈরী করে পাঁচালী পড়ে বা পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যদিয়ে দেবী লক্ষীকে পুজার্চনা করছে।