রংপুরে ২০০ কোটি টাকার চামড়ার বাজারে ভারতীয় দালালদের ভীড়, সংকায় ভুগছেন দেশীয় ব্যবসায়ীরা। জানা যায় কোরবানীর চামড়া দেশীয় বাজারের চাহিদা পুরন করে বিদেশেও রপ্তানী করা হয়। চামড়া শিল্প থেকে বাংলাদেশ বিরাট অংকের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু ঢাকার চামড়া ব্যবসায়ীরা তুলনামূলক কম দাম নির্ধারক করলে আঞ্চলিক ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এর ফলে ভারতীয় দালালরা একটু চড়া দাম দিলেই বেশী দামের আশায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের কাছে চামড়া বিক্রি করে দেন। এর ফলে বাংলাদেশ থেকে চামড়া খুব সহজে ভারতে পাচার হয়ে যাচ্ছে। দেশীয় বাজারে এই ধ্বস ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করা হলেও শক্তিশালী সিন্ডিকেট এর প্রভাবে তা ব্যর্থ হচ্ছে।