বাংলা কালচার রিপোর্ট (বিজয় কৃষ্ণ সরকার) :
১৮ আক্টোবর বিকেল ৬টায় ধানমন্ডির দৃক গ্যালারিতে আলোকচিত্র শিল্পী এম এম জাহিদুর রহমান বিপ্লবের আলোকচিত্রের উদ্বোধন হয়। বিপ্প্লবের ২য় একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ এর ব্যাবস্থাপনা পরিচালক এলান ডেভি।
প্রদর্শনীতে মোট ৬৪টি আলোকচিত্র স্থান পেয়েছে। গ্রামীণ মেঠোপথ থেকে শুরু করে পাহারী বাংগালীর জীবন যাপন, পশু-পাখি, নদীনালাসহ নানা প্রাকৃতিক স্থান জায়গা করে নিয়েছে এ প্রদর্র্শনীতে।
প্রদর্শনী চলবে প্রতিদিন ১৮-২৫ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।