রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী সারা বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানগুলোতে রাষ্ট্রীয় উদ্যোগে পালিত হচ্ছে কর্মসূচি। এসব অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশ নিচ্ছেন। সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয়েছে বিস্তারিত অনুষ্ঠানমালার।
বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উৎসবের আয়োজন করেছে।
